আখাউড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৫:০১ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২২, ১২:৫৩

‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এই প্রতিপাদ্যে ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে সকালে পৌরশহরের সড়ক বাজারস্থ সংগঠনের কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। এসময় বয়স্ক ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সংঘের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ সংঘের সভাপতি মো. কাদিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চম্বকনগর কলেজের সহকারী অধ্যাপক শংকর প্রসাদ মিত্র। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. মোসলেহ উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মো. নাজির হোসেন ভূইয়া, মাহমুদুল হক সরকার, মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

আলোচনার শুরুতে সংঘের সাবেক সিনিয়র সভাপতি মধুসুদন পাল ও সদস্য মিনা রানি ঘোষের প্রয়ানে শোক প্রস্তাব করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ চৌধুরী।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :