চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা চান ৫ জন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২২, ১৬:২০

কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ উপ-নিবার্চনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন ৫ জন। ইতোমধ্যে ওই ৫ জনের নাম কেন্দ্রে পাঠিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকালে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নৌকা প্রত্যাশী ৫ জনের নাম প্রস্তাব করা হয়। তারা হলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সোলায়মান আলী সরকার, আইন বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক মো. মানুন অর রশীদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সাজেদুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান আজাদ জামান, থানাহাট ইউপি চেয়ারম্যান ও থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মিলন।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট স্বাধীনতা যুদ্ধের জীবন্ত কিংবদন্তি শওকত আলী সরকার বীর বিক্রম মারা গেলে শূন্য হয় চিলমারী উপজেলা পরিষদের আসনটি। পরে এ উপজেলায় উপ-নিবার্চনের জন্য আগামী ২ নভেম্বর নির্ধারণ করে নিবার্চন কমিশন।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :