নারী এশিয়া কাপ: জয়ে রাঙালো বাংলাদেশ-ভারত

মো. মুন্না মিয়া, সিলেট
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২২, ১৯:৪৮

সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। এর পাশে আরেকটি স্টেডিয়াম তৈরি করেছে বিসিবি। যার আন্তর্জাতিক স্বীকৃত নাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস টু। আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও এ মাঠে কোনো ম্যাচ গড়ায়নি। এবার অনুষ্ঠিত ৮ম এশিয়া কাপের পর্দা উঠেছে এ স্টেডিয়ামে। দেশের ৯ম আন্তর্জাতিক স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন এমপি।

এ স্টেডিয়ামের যাত্রার শুরুর দিনে নিজ নিজ খেলায় বিজয়ী হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও ভারত।

শনিবার দিনের প্রথম খেলা সকাল ৯টায় ও দ্বিতীয় খেলা দুপুর দেড়টায় অনুষ্ঠিত হয়।

গ্রিন গ্যালারির এ স্টেডিয়ামে টি-টুয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত এবারের নারী এশিয়া কাপের প্রথম খেলায় অংশ নেয় বাংলাদেশ ও থাইল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দাপট দেখিয়ে ম্যাচ জয় করে। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট হয় থাইল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮.২ ওভার হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয়ে এবারের এশিয়া কাপ শুরু করল চ্যাম্পিয়নের মতোই। বাংলাদেশের হয়ে দলের ওপেনার শামিমা সুলতানা ৩০ বলে ১০ চারের বিনিময়ে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার তুলেন। যদিও পুরস্কার নিতে গিয়ে মাটিতে পড়ে যান বাংলার এ উদ্বোধনী ব্যাটার।

তবে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন বলেন, ‘তেমন কিছু হয়নি। হয়তো কিছুটা ব্যাকপেইন ছিল। যদি সিরিয়াস কিছু হতো আমাকে ফিজিও জানাত। যেহেতু কিছু জানায়নি, তাহলে তেমন সিরিয়াস কিছু না।’

দিনের দ্বিতীয় খেলা দেড়টায় মাঠে নামে ভারত ও শ্রীলঙ্কা। দাপট দেখিয়ে লঙ্কানদের হারায় ভারতীয় নারী ক্রিকেট দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নারী দলকে ১৫১ রানের টার্গেট দেয় ভারত। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৫০ রান। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ওয়ান ডাউনে নামা ভারতীয় ব্যাটার জেমিমাহ রদ্রিগেজ বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। তিনি ৫৩ বলে ১১ চার ও ১ ছয়ে ৭৬ রান করেন।

এদিকে, ৩৬ ডিগ্রি তাপমাত্রার উত্তপ্ত গরম উপেক্ষা করে সিলেটের মাঠে বাংলাদেশের খেলা দেখতে সকাল থেকেই গ্যালারিতে দেখতে আসেন প্রচুর দর্শক।

অপরদিকে, বাংলাদেশের উড়ন্ত জয়ের খেলা মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। তিনি খেলা শেষে ঢাকার বিমান ধরার আগে নারী দলকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘মেয়েরা অনেক দিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, তাকাচ্ছি না, এটা আমাদের ব্যর্থতা। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও হয়েছে, বাছাই উতরে বিশ্বকাপ খেলেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।’

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় নিয়ে নাজমুল হাসান আরও বলেন, ‘বেশ ভালো লাগছে। আমরা যদি বিশ্ব র‌্যাঙ্কিং দেখি, বাংলাদেশ বোধ হয় ৯ নম্বরে। এরপর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। এ দলগুলো কাছাকাছি মানের। যেহেতু কাছাকাছি মানের দল আর গতবার তারা বিশ্বকাপ খেলেছে, সেহেতু তারা খুব শক্তিশালী একটা প্রতিপক্ষ আমাদের জন্য। সে জন্য ভয় পাচ্ছিলাম, একটা কঠিন ম্যাচ হবে কি না। কিন্তু যেভাবে তারা খেলেছে, যে আত্মবিশ্বাস নিয়ে তারা খেলেছে, খুবই ভালো লাগছে।’

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :