পূজা উপলক্ষে ভারত গেল ৩৮ হাজার ৭৪৫ কেজি ইলিশ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ০১ অক্টোবর ২০২২, ২০:৩৬ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২২, ২০:১৫

দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন হয়ে ৩৮ হাজার ৭ শত ৪৫ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। গত ৯ সেপ্টেম্বর থেকে এই শুল্ক স্টেশন হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে ইলিশ রপ্তানি শুরু হয়। সর্বশেষ শুক্রবার ত্রিপুরার কৈলাশহর ১৫ হাজার ৫০ কেজি ইলিশ পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের সমঝোতা চুক্তি অনুযায়ী ৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানির সময় নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে ৯ সেপ্টেম্বর থেকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে ইলিশ রপ্তানি শুরু করেন বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীরা।

শেষদিন শুক্রবার বেলা সাড়ে তিনটায় শুল্ক স্টেশন এলাকায় দেখা গেছে, নড়াইল জেলার ‘আরিফ সি ফুড’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৯ হাজার ৫০ কেজি ইলিশ রপ্তানি করা হচ্ছে। পাশাপাশি ‘জারা এন্টারপ্রাইজ’ নামের অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ছয় হাজার কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। সব মিলিয়ে শেষ দিনে রপ্তানি করা হয়েছে ১৫ হাজার ৫০ কেজি ইলিশ।

জারা এন্টারপ্রাইজের মালিক মশিক মোল্লা ও আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন বলেন, ভারতে ইলিশ রপ্তানির সুযোগে পেয়ে সেই দেশের ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী চলতি মাসে তারা ত্রিপুরার কৈলাশহরে প্রচুর পরিমাণে ইলিশ রপ্তানি করেছেন।

চাতলাপুর শুল্ক স্টেশনের কর্মকর্তা রেজাউল কবির বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আজ ভারতে ইলিশ রপ্তানির শেষ দিন। আজ ত্রিপুরার কৈলাশহরে এক দিনে সর্বোচ্চ ১৫ হাজার ৫০ কেজি ইলিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, চলতি মাসে এ স্থলপথ দিয়ে কৈলাশহরে মোট ৩৮ হাজার ৭৪৫ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। এতে সরকারের প্রচুর পরিমাণে রাজস্ব আয় হয়েছে। (ঢাকাটাইমস/১অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :