ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২২, ২০:২২

নেত্রকোনার কেন্দুয়ায় কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক রহমত উল্লাহকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, রহমত উল্লাহ কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দৈলা আহমদিয়া ফিহজুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক।

গ্রেপ্তার শিক্ষক রহমত উল্লাহ গৌরিপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিজুড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিমকে শিক্ষক রহমত উল্লাহ শুক্রবার গভীর রাতে মুখ চেপে ধরে মাদ্রাসার বারান্দায় ওই ছাত্রকে বলাৎকার করে। পরে সকালে ভিকটিম ঘটনাটি মোবাইল ফোনে তার বাবা-মা’কে জানালে তার পরিবারের সদস্যরা মাদ্রাসায় এসে বিস্তারিত শুনে স্থানীয় চেয়ারম্যানকে জানান।

পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থানায় সংবাদ দিলে পুলিশ শিক্ষক রহমত উল্লাহকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে।

উপজেলা ৩নং দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন মিয়া বলেন, ভিকটিমের পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে ঘটনা অবগত হই। পরে পুলিশ ওই শিক্ষকে আটক করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মাদ্রাসা হতে শিক্ষক রহমত উল্লাহকে আটক করা হয়েছে এবং ভিকটিমের বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় মামলা করেছেন।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :