টাঙ্গাইলে কৃষ্ণা-ছোটনকে সংবর্ধনা

প্রকাশ | ০১ অক্টোবর ২০২২, ২০:৪৬

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে জোড়া গোল করা সেই কৃষ্ণা রাণী সরকার ও কোচ গোলাম রব্বানি ছোটনকে তাদের নিজ জেলা টাঙ্গাইলে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

অন্যান্যের মধ্যে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান স্মৃতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল ইসলাম লিন্টু, যুগ্ম-সম্পাদক মাতিনুজ্জামান সুখন ও ইফতেখারুল অনুপম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কৃষ্ণা রাণী সরকারকে এক লাখ ও বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় ফজলুর রহমান ফারুক ব্যক্তিগতভাবে কৃষ্ণা রাণী সরকার ও কোচ গোলাম রাব্বানী ছোটনকে স্বর্ণের চেন উপহার দেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণাকে এক লাখ, ছোটনকে পঞ্চাশ হাজার, পুলিশ সুপারের পক্ষ থেকে কৃষ্ণাকে এক লাখ ও ছোটনকে পঞ্চাশ হাজার, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে দুজনকে পঁচিশ হাজার টাকা করে উপহার দেন। এছাড়া জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, মহিলা উইমেন্স একাডেমি, উপজেলা পরিষদ পৃথক পৃথকভাবে ক্রেস্ট প্রদান করেন।

প্রসঙ্গত, নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো জয় পেয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই খেলায় কৃষ্ণা রাণী সরকার দুইটি গোল করেন।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এলএ)