চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন স্থগিত হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২২, ২০:৫০

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন স্থগিতের যে খবর ছড়িয়ে গেছে তা গুজব বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার সন্ধ্যার পর নির্বাচন কমিশনের একটি সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন স্থগিত হয়েছে বলে খবর ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর অনেকেই বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে ঢাকা টাইমসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনের একটি সূত্র বিষয়টি গুজব বলে জানান।

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সহসভাপতি ইউসূফ গাজীকে মনোনয়ন দেয় দলটি। তিনি একটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারীকেই ফের মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তার প্রতীক মোবাইল । চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী জাকির হোসাইন প্রধানিয়া। তার প্রতীক আনারস।

এছাড়া সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এসএন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :