ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে বিভিন্ন হাসপাতালের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২২, ২১:৪৩

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপালের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।

শনিবার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিনেট ভবনে এই চুক্তির স্বাক্ষরিত হয়।

চুক্তির স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাংলাদেশ আই হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ল্যাব এইড ও শমরিতা হাসপাতাল লিমিটেড-এর প্রতিনিধিরা।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ) এর সভাপতিত্বে মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছারসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় উল্লেখিত হাসপাতালগুলোতে সেবা গ্রহণকারী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য, সদস্যদের স্ত্রী, সন্তান ও পিতা মাতা বিভিন্ন ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ সদস্য রয়েছে। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষে আমাদের এই উদ্যোগটি বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেশের এই স্বনামধন্য হাসপাতালগুলো আমাদের প্রস্তাবনার ক্ষেত্রে ইতিবাচক সাড়া দেওয়ায় আমি তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই চুক্তি আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেন, বর্তমানে দেশের ৪টি হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য হাসপাতালের সাথে চুক্তি করার প্রক্রিয়া চলমান থাকবে।

হাসপাতালগুলোর প্রতিনিধিগরাও এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে তাঁদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এই স্বাস্থ্যসেবা দিতে পেরে আমরা আনন্দিত। এতে আমাদের হাসপাতালের সুনাম বৃদ্ধির পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হবে।

ঢাকাটাইমস/০১অক্টোবর/জেএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :