সাজেদা চৌধুরীর আসনে আ.লীগের মনোনয়ন চান ২ ছেলেসহ ১৭ জন, রয়েছেন পদত্যাগী বিএনপি নেতাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৪:০১ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২২, ১২:৪৯

সৈয়দা সাজেদা চৌধুরীর আসনে (ফরিদপুর-২) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন তার দুই ছেলেসহ ১৭ জন।

দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল শনিবার বিকাল ৫টা পর্যন্ত।

ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন-

সাজেদা চৌধুরীর দুই ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরী ও শাহদাব আকবর লাবু, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য জামাল হোসেন মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য সাব্বির হোসেন, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান, বাংলাদেশ সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মেজর (অব.) আতমা হালিম, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি সাইফুজ্জামান জুয়েল, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, এবিএম শফিউল আলম,

মো. লায়েকুজ্জামান মোল্যা, বাহালুল মজনুল চুনু, সায়েম আমীর ফয়সল সামি,

বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ মিয়া, কালাচাঁদ চক্রবর্তী, কাজী দেলোয়ার হোসেন।

এছাড়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান হাবিব। তিনি কিছুদিন আগে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করেন বলে জানা গেছে।

তফসিল অনুযায়ী ৫ নভেম্বর ফরিদপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১০ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ অক্টোবর। ভোট অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এর পর তার নির্বাচনী আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

খুলনায় গির্জায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপি নেতা বকুলের সহায়তা

শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচারে সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না: খেলাফত মজলিস

আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার

ট্রেন দুর্ঘটনায় আহত আনু মুহাম্মদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের

আসুন সিদ্ধান্ত নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই: ড. কামাল হোসেন

এই বিভাগের সব খবর

শিরোনাম :