রাশিয়াকে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ কাদিরভের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৪:১৩ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২২, ১৩:৩৭

ইউক্রেনের দোনেৎস্কর গুরুত্বপূর্ণ শহর লিমানে রুশ সেনাদের হটিয়ে ইউক্রেনীয় বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সামরিক কমান্ডারদের কঠোর সমালোচনা করেছেন চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র কাদিরভ ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন। খবর রয়টার্স।

লিমান শহর থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়ার ঘোষণার পরই রমজান কাদিরভ এমন মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাদিরভের টেলিগ্রাম বার্তার বরাতে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে ব্যর্থতার জন্য রুশ সামরিক কমান্ডারদের কড়া সমালোচনা করেছেন তিনি।

টেলিগ্রাম বার্তায় কাদিরভ লিখেছেন, ‘আমার নিজের মতামত হচ্ছে, সেখানে আরো কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। যা হতে পারে সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণা করা কিংবা কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্রের ব্যবহার।’

প্রসঙ্গত, শুক্রবার ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরদিনই ইউক্রেনীয় বাহিনীর হাতে লিমান শহরের নিয়ন্ত্রণ হারায় রুশ সেনারা।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :