জুয়া খেলা নিয়ে দ্বন্দ্ব, এক লাথিতে প্রাণ গেল প্রতিপক্ষের

প্রকাশ | ০২ অক্টোবর ২০২২, ১৩:৪৫ | আপডেট: ০২ অক্টোবর ২০২২, ১৪:০৮

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় পূজামণ্ডপের পেছনে জুয়া খেলা নিয়ে বিরোধে গোপাল চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।  এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। 

শনিবার মধ্যরাতে সদরের তেলিহারা পশ্চিমপাড়ায় (হিন্দুপাড়া) এ খুনের ঘটনা ঘটে। নিহত গোপাল চন্দ্র ওই গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে। তিনি পেশায় মাছ বিক্রেতা।

জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে তেরিহারা পশ্চিমপাড়া দুর্গাপূজা মণ্ডপের পেছনে গোপাল, বিপ্লব ওরফে চেন্নাই, কাজল, বিকম, হেলালসহ ৭-৮ জন জুয়ার আসর বসায়।

জুয়ার আসরেই চেন্নাইয়ের সঙ্গে গোপালের খেলা নিয়ে বিরোধ হয়। এক পর্যায়ে বিপ্লব গোপালের পেটে লাথি দিলে গোপাল মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন গোপালকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। রাত ১টার দিকে গোপাল পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির আগেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, জুয়া খেলার বিরোধে বিপ্লবের লাথিতে গোপাল মারা গেছেন বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গোপালের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই বিপ্লব পালিয়ে গেছে। তবে দুইজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এআর)