লেভানডোস্কির গোলে জয়, শীর্ষে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২২, ১৫:৪৬

স্প্যানিশ লা-লিগায় শনিবার রাতে রবার্তো লেভানডোস্কির একমাত্র গোলে মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে জায়ান্ট ক্লাব বার্সেলোনা। আর এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে ফের একবার পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জাভি হার্নান্দেসের শীর্ষরা।

প্রতিপক্ষের মাটিতে খেলতে গিয়ে বল দখলে স্বাগতিক মায়োর্কা বার্সেলোনার কাছে হেলে পানি পায়নি। পুরো ম্যাচের ৭৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছে সফররত বার্সেলোনার ফুটবলাররা। কিন্তু আক্রমণে তেমন ধার ছিল না সফরকারীদের। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলবার বরাবর কেবল তিনটি শট নিয়েছে তারা।

অন্যদিকে পুরো ম্যাচে কেবল ২৬ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখে স্বাগতিক মায়োর্কার ফুটবলাররা। আর প্রতিপক্ষ বরাবর শট নিয়েছে পেয়েছে তিনটি। কিন্তু একটিও গোলের দেখা পায়নি তারা।

২০ মিনিটে আনসু ফাতির পাস থেকে প্রতিপক্ষ বিপদসীমায় গিয়ে দারুণ এক বাঁকানো শট করে বসেন তিনি, সেটা প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে গিয়ে জড়ায় জালে। এর ফলে শেষ সাত ম্যাচে এই নিয়ে নবম গোলের দেখা পেয়ে যান তিনি। সেই এক গোলই জয়টা নিশ্চিত করে দিয়েছে বার্সার।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের ফের একমাত্র রিয়াল মাদ্রিদকে পেছনে ফেললো বার্সেলোনা। তবে রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে বার্সা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে জাভির শিষ্যরা। সেখানে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই অবস্থান রিয়াল মাদ্রিদের। আর তিনে রয়েছে অ্যাটলেটিক ক্লাব।

(ঢাকাটাইমস/০২ অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :