ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২২, ১৭:৪৫

ফরিদপুরে একটি ডিজিটাল হেয়ারিং সেন্টার ও মেসার্স আরিফা সার্জিক্যালে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিদপ্তর।

রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ জানান, অভিযানে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা ও সেবার মূল্য বেশি নেয়ার অভিযোগে মুজিব সড়কে অবস্থিত ফরিদপুর ডিজিটাল হেয়ারিং সেন্টারকে ১৫ হাজার টাকা এবং সার্জিক্যাল পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে মেসার্স আরিফা সার্জিক্যালকে ৫ হাজার টাকাসহ সর্বোমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :