মৌলভীবাজারে দুর্গাপূজায় সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান এসপির

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৯:৫০ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২২, ১৯:৪৫

শারদীয় দূর্গাপূজা উদযাপনে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। শনিবার রাতে মৌলভীবাজার মডেল থানার আওতাধীন শ্রী শ্রী নতুন কালিবাড়ী মণ্ডপে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক, জেলা পূজা উদযাপন কমিটি সভাপতি আশু রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মহিম দে, সদর উপজেলার সভাপতি নির্মল কান্তি দেব, সাধারণ সম্পাদক সুমেষ দাস বীশু, পৌর পূজা উদযাপন কমিটি সভাপতি সলিল শেখর দত্ত, সাধারণ সাধারণ সম্পাদক রাজ সরকার প্রমুখ।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার ১০৯টি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ১৭৮টি ক্রসবেল্ট, ১৭৮টি লাঠি এবং ১৭৮টি বাঁশি বিতরণ করা হয়।

সদর উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করেছে।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :