বাংলাদেশ-স্পেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপিত

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২২, ১৯:৫৩

সংগীত ও গিটারের মূর্ছনায় উদযাপিত হলো বাংলাদেশ এবং স্পেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর। দু'দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগ এবং ঢাকাস্থ স্পেন দূতাবাস যৌথভাবে রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. ফ্রান্সিসকো ডি এসিস বেনিতেজ সালাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলাদেশ এবং স্পেনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করায় স্পেনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। স্পেনের ভাষা ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দু'দেশের সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

স্পেনের রাষ্ট্রদূত মি. ফ্রান্সিসকো ডি এসিস বেনিতেজ সালাস বলেন, বাংলাদেশ এবং স্পেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলাদেশ এবং স্পেনের জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর স্পেনের বিশিষ্ট গিটারবাদক মি. মিগুয়েল ত্রাপাগা'র পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এসকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পাঁচ দিনে হিট স্ট্রোকে প্রাণ গেল ২৫ জনের

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি নেই: যুক্তরাষ্ট্র

ট্রেনভাড়া বাড়ছে না, ভর্তুকি প্রত্যাহার হচ্ছে: রেলমন্ত্রী

তীব্র তাপপ্রবাহ: মন্ত্রণালয়কে একগুচ্ছ সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

চলমান তাপপ্রবাহ: সারাদেশে গাছ লাগানোর নির্দেশনা

উপজেলায় ভোটের আগেই ৭ চেয়ারম্যান ও ৯ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বিআইআইএসএসে ‘লেবার মাইগ্রেন্টস ফরম সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রার্থী যত বাড়বে উপজেলা নির্বাচন তত সুষ্ঠু হবে: ইসি সচিব

চতুর্থ ধাপে ৫৫ উপজেলার ভোট ৫ জুন

সার্টিফিকেট বাণিজ্যের দায় আমি এড়াতে পারি না: কারিগরির সাবেক চেয়ারম্যান

এই বিভাগের সব খবর

শিরোনাম :