কেশবপুরে মরা গরুর মাংসসহ ধরা, ৩০ হাজার টাকা জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২২, ২০:২২

যশোরের কেশবপুরে মরা গরুর মাংসসহ ইমান আলী গাজী (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে ওই মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হাসেম গাজীর ছেলে মাংস ব্যবসায়ী ইমান আলী গাজী সকালে উপজেলার বরণডালী গ্রামে মরা গরু জবাই করে পিকআপে করে খুলনায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ খবর জানতে পেরে এলাকাবাসী উপজেলার জামালগঞ্জ বাজারে পিকআপের ভেতর মাংসসহ ওই ব্যবসায়ীকে আটক করে রাখে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালতে মাংস ব্যবসায়ী ইমান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ওই মরা গরুর মাংস মাটিতে পুতে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :