কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হলে সিলগালা

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২২, ০০:২৩

বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় জরুরি বিজ্ঞপ্তির পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিনটি ছাত্র হল সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল সিলগালার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এরপর ধাপে ধাপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল সিলগালা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিক, সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু, মোহাম্মদ মোশাররফ হোসাইন, মো. জাহিদ হাসানসহ হলগুলোর প্রভোস্ট ও হাউজ টিউটররা।

হল সিলগালা প্রসঙ্গে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দ্বারা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার ফলস্বরূপ বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যেহেতু এখন বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি চলছে এসময় যেন আর অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটে- সে কারণেই আজকে সকালে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে ইমার্জেন্সি একটি মিটিংয়ে হল বন্ধ করার সিদ্ধান্ত আসে। সেজন্যই মূলত নির্দেশনা মোতাবেক হলগুলোতে সিলগালা করা হয়েছে। এ কাজে শিক্ষার্থীরা যথেষ্ট সহযোগিতামূলক আচরণ করেছে। '

এর আগে রবিবার সকাল ৯টার ভার্চুয়াল মিটিং এ উদ্ভুত সমস্যার প্রেক্ষিতে প্রশাসন থেকে হল সিলগালার সিদ্ধান্ত এলে এই সিলগালা সম্পন্ন করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলো সোমবার সকাল ৯টার মধ্যে খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার ক্যাম্পাসে ছাত্রলীগের দু'দলের অস্ত্র মহড়া এবং মোটরসাইকেল শোডাউন এর পর পরিস্থিতি বেসামাল হলে প্রশাসন হল সিলগালা করাসহ আরো নানা ধরনের সিদ্ধান্ত নেয়।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :