গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২২, ১৮:২৩

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে সুমন হাওলাদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জড়িমানা করা হয়।

সোমবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম শহীদ আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের টিপু হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ রাষ্টপক্ষের আইনজীবি (পিপি) শাহীন গুলশান নাহার মুনমুন জানান, ১১ বছর আগে সাদুল্যাপুরের দক্ষিণ কাজীবাড়ি সান্তোলা গ্রামের শামসুল আলম সরদারের মেয়ে রোজিনা আকতার রূম্পার সাথে সুন্দরগঞ্জের সুমন হাওলাদারের বিয়ে হয়। তাদের একটি ছেলেও রয়েছে। বিয়ের পর থেকে সুমন নানাভাবে যৌতুকের জন্য চাপ দিয়ে প্রায়ই মারধর করতো।  রূম্পার বিধবা মা রেজিয়া বেওয়া কিছু টাকা দিলেও পরবর্তীতে আরও টাকার জন্য চাপ দিতে থাকে সুমন।

এরই জেরে ২০১৭ সালের ২৮ নভেম্বর সুমন বেদম মারপিট ও হত্যা করে মরদেহ এলাকার নয়নসুখ খালে ফেলে রাখে। 

পরবর্তীতে এই ঘটনায় সুমন হাওলাদারসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা হয়। পুলিশ পরে সুমনকে অভিযুক্ত করে চার্জশীট দেয়। দীর্ঘ শুনানীর পর সোমবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। 

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এসএ)