চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক কারবারির কারাদণ্ড

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২২, ১৯:১৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঁজাসহ আমেনা বেগম জেবু নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

সোমবার বিকালে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের স্কুলপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত আমেনা বেগম জেবু (৪৫) একই এলাকার অজল বিশ্বাসের স্ত্রী। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৪ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেনসহ সঙ্গীয় ফোর্স আমেনা বেগম জেবুর বাড়িতে অভিযান চালায়। এসময় ৪২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। 

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে জেবুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। 

সাজাপ্রাপ্ত জেবুকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এসএ)