সমন্বয় করা হলো সিএসই-৫০ সূচকের

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২২, ২১:৫৯

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ ইনডেক্স সমন্বয় করা হয়েছে। স্টক এক্সচেঞ্জটিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে এ সমন্বয় করা হয়। এতে একটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। বাদ পড়েছে অন্য একটি কোম্পানি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সূচকে যুক্ত হয়েছে ফরচুন সুজ লিমিটেড। আর সূচক থেকে বাদ পড়েছে ব্যাংক এশিয়া লিমিটেড।

উল্লেখ, সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাজারমূলধনে (Market Capital) শীর্ষে থাকা ৫০ কোম্পানি নিয়ে সিএসই-৫০ সূচক গঠিত। বাজারে শেয়ারের দাম হ্রাস-বৃদ্ধির কারণে কোম্পানিগুলোর বাজারমূলধন পরিবর্তিত হয়। আর এর ভিত্তিতে নিয়মিত সূচকটি সমন্বয় করেথাকে সিএসই।

সিএসই-৫০ সূচকে অন্তর্ভূক্ত কোম্পানিগুলো হলো-

এডভান্সড্ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লি:, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি:, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কো: লি:, বিবিএস ক্যাবলস লি:, বিকন ফার্মাসিউটিক্যালস্ লি:, বেক্সিমকো লি:, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক লি:, ব্রিাটশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ কো: লি:, বিএসআরএম স্টিলস্ লি:, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি., ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এক্সর্র্পোট-ইমপোর্ট ব্যাংক অব বিডি লি:, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:, ফরচুন সুজ লিমিটেড, জিপিএইচ ইস্পাত লি:, গ্রামীনফোন লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লি:, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, যমুনা ব্যাংক লি:, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইনান্স লি:, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এমজেএল বাংলাদেশ লি:, ন্যাশনাল ব্যাংক লি:, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লি:, ওয়ান ব্যাংক লিমিটেড, ওরিয়ন র্ফামা লি:, পদ্মা ওয়েল কেস্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড , রবি অ্যাক্সিয়াটা লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লি., শাহজিবাজার পাওয়ার কো: লি:, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লি:, দি সিটি ব্যাংক লি., দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিউশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি:, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি:, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কো: লি: এবং উত্তরা ব্যাংক লিমিটেড।

সিএসই সূত্রে জানা গেছে, আলোচিত সূচকে অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট মূলধনের শতকরা প্রায় ৫৭.০৭ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানীগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৬০.১৫ ভাগ এবং সকল নিবন্ধিত কোম্পানীগুলোর বিগত ০৬ মাসের (৩০ জুন ২০২২ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার হল ৪১.৪৩ ভাগ ।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এসকেএস)