সব দলের অংশগ্রহণে নির্বাচনের আশা ব্রিটিশ হাইকমিশনারের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২২:২৩ | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২২, ২২:২০

আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

সোমবার রাত আটটায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এ আশার কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার আশা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।

তিনি বলেন, বাংলাদেশে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা উযাপিত হচ্ছে। এখানকার সবাই এই উৎসবটি নিজের মনে করে।

সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশনার রঙিন বজরায় লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে ভারতেশ্বরী হোমসের মেয়েদের মনোজ্ঞ আরতী অনুষ্ঠান উপভোগ করেন।

এসময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং সুলতানা কামাল উপস্থিত ছিলেন।

এর আগে বিকালে ব্রিটিশ হাইকমিশনার কুমুদিনী হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের ডা. সার্জন প্রদীপ কুমার রায়।

একই দিন তিনি ছাড়াও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেমেরি ব্রুরার, নরওয়ের রাষ্ট্রদূত নারদিয়া সিম্পসন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাদালি চুয়ার্ড, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী সুলতানা কামালসহ দেশি-বিদেশি অতিথিরা পূজামণ্ডপ পরিদর্শনে আসেন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :