ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম মিয়া স্মরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২৩:৩৭ | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২২, ২৩:১৪

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম মিয়া স্মরণে শোকসভা করেছে ঢাকাস্থ চান্দপুর তমিজউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংঘ। রাজধানীর ভুতের গলিতে সংগঠনের কার্যালয়ে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। সেলিম মিয়া এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সমাজসেবক সেলিম মিয়া গত ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীর অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬১ বছর।

সংগঠনের সহসভাপতি প্রকৌশলী এ কে এম ইদ্রিস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন প্রধান পৃষ্ঠপোষক (সাবেক প্রধান শিক্ষক) হুমায়ুন কবির ভুইয়া, মীর জসিম উদ্দিন, পুলিশ সুপার নাইমুল হাসান, মো. আব্বাস উদ্দিন ভুইয়া, প্রকৌশলী মো. হুমায়ুন কবির, ব্যবসায়ী দেলোয়ার হোসেন টিপু, আবদুল মতিন, ড. শরীফ সাকী প্রমুখ।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তারা মরহুম সেলিম মিয়ার স্মৃতিচারণা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে মরহুমের ছেলে মো. ওসমানও বক্তব্য দেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার শাহ মো. বিল্লাল, মো. নাজিম উদ্দিন আহমেদ, মো. উজ্জ্বল মিয়া, মো. মহিউদ্দিন তাপস, নাহিদ মিয়া, মো. রাসেল মিয়া, মো. কিষাণ, মো. আজিজুল হক প্রমুখ।

আলোচনা শেষে সেলিম মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :