গাজীপুরে ৬ ডাকাত আটক

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২২, ১১:৩৩ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২, ১১:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে দুইজন মাদক চোরাকারবারি আটক এবং পাঁচজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

আটক ডাকাতদের কাছ কাছ থেকে দুটি লোহার তৈরি ছোরা, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি চাকু এবং মাদক কারবারিদের কাছ থেকে ১৫১ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

আটককৃত ডাকাতরা হলেন-  মো. রাসেল মিয়া, মো. নূর আলম,  মো. আলমগীর হোসেন, মো. আসাদ মিয়া, মো. পাখি মিয়া, সাইফুল ইসলাম রবিন।

 

মঙ্গলবার সকালে জিএমপির উপ কমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন শিমুল ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

 

আটক মাদক কারবারি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের নাম জানায়নি পুলিশ। 

জিএমপি সূত্র জানায়, সোমবার দক্ষিণ খাইলকুর গ্রামের জয়বাংলা রোডের পশ্চিম মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে নগরীর গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজীব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ছয়জনকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি ছোরা, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি চাকু জব্দ করা হয়।

 

গাছা থানার পৃথক অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

 

জিএমপির উপ কমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন শিমুল ঢাকাটাইমসকে বলেন, পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলামের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিএমপির অভিযান অব্যাহত থাকবে।

 

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এএ/এফএ)