দাঁড়িয়ে থাকা ট্রাককে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২২, ১৩:৩২

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার সাঁথিয়া উপজেলায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মিনি কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। 

মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের শরিষা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের সিহাব উদ্দিন মিয়ার ছেলে সাগর মিয়া (২৮) ও  একই উপজেলার চাতারকান্দি এলাকার মনির হোসেন (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জের ভৈরব থেকে মালবাহী একটি মিনি কাভার্ডভ্যান পাবনার সাঁথিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে সোমবার রাত থেকে শরিষা ব্রিজের মহাসড়কে একটি পাথরবোঝাই মালবাহী ট্রাক ইঞ্জিল বিকল হয়ে দাঁড়িয়েছিল।

এ সময় সাঁথিয়াগামী মিনি কাভার্ডভ্যানটি পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক সাগর মারা যান। আর হেলপার মনিরকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে মাধপুর হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এসএ)