মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, সাগরে ট্রলার ডুবে ৩ রোহিঙ্গা নারীর মৃত্যু, উদ্ধার ৪৫

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২২, ১৪:৪৯ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২, ১৪:৫৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফের বাহারছড়ার অদূরে ট্রলারডুবির ঘটনায় ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দালালসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

শামলাপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক  নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাবেঝাই ট্রলারডুবির ঘটনায় ভেসে আসা ৩ জন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে ট্রলারডুবির ঘটনায় দালালসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৮ জন নারী রয়েছে বলেও জানান তিনি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, ট্রলারটিতে দুই শতাধিক লোক ছিল, যারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় ছিল।

তবে কক্সবাজার থানার ওসি হাফিজুর রহমান ‍বলেন, ট্রলারডুবির ঘটনায় উদ্ধার যাত্রীরা জানিয়েছেন এতে অর্ধশতাধিক যাত্রী ছিল। তাদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এআর)