ঝিনাইদহে জমির বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ৩

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২২, ১৭:২৭

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সুবির দাস (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা।

নিহত সুবির শহরের চাকলাপাড়ার সত্যপদ দাসের ছেলে। এসময় প্রতিপক্ষের হামলায় আহত হন নিহতের পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসসহ আরো এক জন।  ঘটনার পর পুলিশ তিন জনকে আটক করে।

সোমবার দিনগত রাত দুইটার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জমি নিয়ে সত্যপদ দাসের সঙ্গে মিথুন দাসের পিতা বিমল দাসের সঙ্গে বিরোধ চলে আসছিল। সত্যপদ দাস রাতে সপরিবারে পূজা দেখে বাড়ি ফেরার সময় তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় সুবীর দাস  গুরুতর আহত হলে তাকে  ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । হামলায়  নিহতর পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাস আহত হন। হামলার সময় স্থানীয় জনতা চাকলা পাড়ার বিমল দাসের ছেলে মিঠুন দাসকে গণপিটুনি দেয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণেই সুবিরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই চাকলাপাড়া এলাকা থেকে সুনিল, বিমল ও অন্তরকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এআর)