ভারতের কয়লা কোয়ারিতে পাথরচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২২, ১৮:১৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের কয়লা কোয়ারি থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে কয়লার গুহায় (কয়লা কোয়ারির) পাথরচাপায় রুবেল মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রুবেল মিয়া উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন রজনী লাইন গ্রামের কেনু মিয়ার ছেলে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রাম ও ভারতের কালা পাহাড়ের শিবপুর বস্তি এলাকায়

এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আমজাদ আলী (৩০) নামে অপর আরেক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবক একই গ্রামের আব্বাস আলীর ছেলে।

এদিকে আহত যুবক আমজাদ আলীকে পরিবারের লোকজন উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :