‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়ার প্রশ্নই উঠে না’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২২, ২১:২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়ার প্রশ্নই উঠে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন বিএনপির নয়, এটা সারাদেশের মানুষের। বাংলাদেশের লাখ লাখ মানুষ আজ অবস্থান নিয়েছে, রাস্তায় নেমেছে। বাংলাদেশের ইতিহাস বলে যখনই কোন দাবি আদায়ে মানুষ রাস্তায় নেমেছে, তখনই তারা সফল হয়েছে।’

মঙ্গলবার রাত আটটার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, ‘বাজার আছে নাকি? বাজার তো আওয়ামী লীগের পকেটে ঢুকে গেছে। বাজার থাকলে তো বাজার নিয়ন্ত্রণ করবে। যেখানে আওয়ামী লীগের পকেটে বাজার ঢুকে গেছে, সেখানে নিয়ন্ত্রণের কিছু নেই। বাজারে পণ্য থাকলে নিয়ন্ত্রণ হয়। যখন এটা রাজনৈতিক পণ্যে পরিণত হয়, সেটার ওপর কারো নিয়ন্ত্রণ থাকে না।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘সারাদেশে শারদীয় দুর্গাপূজা খুবই সুন্দরভাবে পালিত হচ্ছে। আমরা ছোট বেলা থেকে ঈদ ও পুজাসহ বিভিন্ন উৎসব একসাথে পালন করে আসছি।’

কুমুদিনীর প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদা সাহার প্রসঙ্গে সাবেক মন্ত্রী বলেন, ‘একজন ব্যক্তির যে অবদান তা শুধু আমাদের দেশ নয়- পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে একটি রুল মডেল। কুমুদিনীর প্রতিটি প্রতিষ্ঠানের যেমন নিজস্বতা রয়েছে, তেমনি তাদের পূজার উৎসবেও স্বতন্ত্রতা রয়েছে।’

বিকালে আমির খসরু মাহমুদ চৌধুরী কুমুদিনী ক্যাম্পাসে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

এসময় তিনি তার হাতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেখম খালেদা জিয়ার পক্ষ থেকে দেয়া ফুলের তোড়া পৌঁছে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর পৌর বিএনপির আহ্বায়ক হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, খন্দকার সালাহ উদ্দিন আরিফ, শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সদস্য সচিব এসএম মহসীন প্রমুখ।

সন্ধ্যায় তারা দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে আরতী উপভোগ করেন।

অপর দিকে রাত সাড়ে আটটার দিকে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন ও আরতী উপভোগ করেন।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :