৭ উপজেলা, ৪ পৌরসভা ও ২৯ ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ২২:৫৫ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২২, ২১:৫৪

আসন্ন সাতটি উপজেলা পরিষদ, চারটি পৌরসভা ও ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মনোনয়ন প্রাপ্তদের এ তালিকা চূড়ান্ত করা হয়।

উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন যারা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মো. রেজাউল ইসলাম, বাগেরহাটের জেলার চিলমারী উপজেলায় মো. সোলায়মান আলী সরদার, কুষ্টিয়ার খোকসা উপজেলায় মো. বাবুল আখতার, নেত্রকোণা সদর উপজেলায় মো. আতাউর রহমান, সিলেটের ওসমানী নগর উপজেলায় মো. শামীম আহমদ, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মো. আকমল হোসেন ও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ফারুক চৌধুরী।

পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেয়েছেন যারা

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় মো. আমজাদ হোসেন, জামালপুরের হাজরাবাড়ী পৌরসভায় সামছুজ্জামান, সিলেটের বিশ্বনাথ পৌরসভায় ফারুক আহমদ, চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় আলহাজ্ব মো. ইসমাইল হোসেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন যারা

লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে এস এম আশরাফুল হক (মিঠু), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে মো. বোরহান উদ্দিন ফকির, তুলসীগঙ্গা ইউনিয়নে মো. বজলুর রহমান খান, বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে মো. ইনসান আলী, কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নে মহ. শাহজাহান আলি, কাঞ্চনপুর ইউনিয়নে মো. একরামুল হক, মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নে মো. এনামুল হক বাবলু, ধুবইল ইউনিয়নে মো. মাহাবুর রহমান, যশোরের সদর উপজেলার আরবপুর ইউনিয়নে মো. শাহারুল ইসলাম, বাগেরহাটের সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে রবিউল ইসলাম ফারাজী, মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নে এস এম সাইকুল আলম, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে গাজী সাহাগীর হোসেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে শাহেদুল ইসলাম, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে মো. আসাদুজ্জামান, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়নে গোলজার হোসেন, ঢাকার দোহার উপজেলা রাইপাড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন, মাহমুদপুর ইউনিয়নে আইয়ূব আলী, সুতারপাড়া ইউনিয়নে শেখ নাসির উদ্দিন, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নে মো. মনিরুল হক মিঠু, জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, ফুলকোচা ইউনিয়নে মো. মামুনুর রশিদ, নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে মোহাম্মদ মোছলেহ উদ্দিন ভুঞা, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট ইউনিয়নে সুভাষ চন্দ্র পাল, পূর্ব জাফলং ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়নে ফারুক হোসেন।

এছাড়া ফরিদপুর-২ আসনের (নগরকান্দা-সালথা, কৃষ্ণপুর) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এমআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :