নতুন কূপ খননসহ সরকারের সঙ্গে তিন চুক্তি করল শেভরন

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২২, ২২:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সিলেটের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন করবে শেভরন। পাশাপাশি জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র থেকে ক্রয়-বিক্রয়ের চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বেড়েছে।

পেট্রোবাংলা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২ অক্টোবর) ঢাকার একটি হোটেলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলার সঙ্গে শেভরনের চুক্তিগুলো সই হয়।

জ্বালানি বিভাগের পক্ষে উপসচিব মোর্শেদা ফেরদৌস, পেট্রোবাংলার পক্ষে পেট্রোবাংলার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) রুচিরা ইসলাম এবং শেভরনের পক্ষে শেভরন, বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে চুক্তির মূল লক্ষ্য সেখানে নতুন কূপ খনন করা। এখানে শেভরনের কূপ সংখ্যা ২৬টি। শেভরনিএখানে নতুন কূপ খনন শুরু করবে। পরবর্তীকালে ইনফিল্ড কূপ খননের পরিকল্পনা রয়েছে শেভরনের। সেখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়া যাবে বলে আশাবাদী তারা।

অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) শাহীনুর ইসলাম, শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির সরকার উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এমএইচ/কেএম)