রাষ্ট্রবিজ্ঞানী ড. সামসুল হুদার ১৪তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ১০:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. সামসুল হুদা হারুনের ১৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শ্রদ্ধা জানান তিনি।

উপাচার্য বলেন, ‘ড. সামসুল হুদা হারুন ছিলেন একজন প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক হিসেবে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন, তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের শিক্ষাঙ্গনে তার অনন্য ভাবমূর্তি আজও উজ্জ্বল। তিনি তার কর্মের মধ্যমে আমাদের মাঝে বেঁচে রইবেন সব সময়।’

এছাড়া ড. সামসুল হুদার আত্মার শান্তি কামনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান।

উল্লেখ্য, অধ্যাপক ড. সামসুল হুদা হারুন ২০০৮ সালের ৪ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, একই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং রয়েল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেন।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :