তাড়াশে নারী চিকিৎসককে উত্ত্যক্তের অভিযোগে বখাটে আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১২:৪০ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ১১:১৬

সিরাজগঞ্জের তাড়াশে নারী চিকিৎসককে উত্ত্যক্তের অভিযোগে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক বখাটেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে।

আটক শরিফুল ইসলাম উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের প্রয়াত আমির হোসেনের ছেলে।

এর আগে এদিন রাতে শরিফুলের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী চিকিৎসক।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: রাকিবুল ইসলাম বলেন, সোমবার রাত ২টার দিকে অসুস্থজনিত কারণে বখাটে শরিফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন মঙ্গলবার চিকিৎসা শেষে সুস্থ হলে শরিফুলকে দুপুর দেড়টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নেয়। ওই দিন বিকেল ৩টার দিকে হাসপাতালের নারী চিকিৎসক দায়িত্ব পালন করে দুপুরের খাবারের জন্য তার সরকারি বাসভবনে যাচ্ছিলেন।

এ সময় হাসপাতালের নতুন ভবনের গেটে দাঁড়িয়ে থাকা শরিফুল ইসলাম ওই নারী চিকিৎসককে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে শরিফুল নারী চিকিৎসককে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি ও বাজে মন্তব্য করেন। তখন ওই নারী চিকিৎসক স্থান ত্যাগ করে বাসায় চলে যান। এরপর দুপুরের খাবার শেষে নারী চিকিৎসক আবারো হাসপাতালে গেলে শরিফুল তাকে আবারো উত্ত্যক্ত করেন।

এ সময় বিষয়টি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের জানালে সবাই মিলে বখাটে শরিফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তাড়াশ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতেই ওই নারী চিকিৎসক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :