নকল সার ও কীটনাশক উৎপাদন, কারখানা মালিককে জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১২:৪৪ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ১১:৩০

নওগাঁর রাণীনগরে অবৈধভাবে নকল সার ও কীটনাশক উৎপাদনের কারণে এক কারখানা মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া এলাকায় মো. জালাল সরদার নামে এক ব্যবসায়ী বাংলাদেশ সিট কোম্পানি নামে একটি কারখানা খুলে অবৈধভাবে নকল সার ও নিম্নমানের কীটনাশক তৈরি করেন।

এছাড়া এ প্রতিষ্ঠানটি বিপুল নিম্নমানের কীটনাশক ও সার বাজারজাত করতে অবৈধভাবে মজুদ রাখে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, এ ঘটনায় ওই কারখানার মালিক জালাল সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :