দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২২, ১২:১৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২, ১৩:৪৫

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস

 

কুমিল্লার দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গিয়াস উদ্দীন গিয়াস আহ্বায়ক, কাজী মাসুদ হাসানকে সদস্য সচিব করে ৩৯ সদস‍্য বিশিষ্ট উপজেলা এবং মহিউদ্দিন আহমেদ আহ্বায়ক, আলীম পাঠানকে সদস্য সচিব করে ৩৯ সদস‍্য বিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।

বুধবার সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান এবং সদস্য সচিব এফএম তারেক মুন্সি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী ৩ মাসের মধ্যে দেবীদ্বারের সকল ইউনিয়ন কমিটি ভেঙে নতুন কমিটি করে উত্তর জেলা কমিটিতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এ প্রেস বিজ্ঞপ্তিতে।

নবনির্বাচিত দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দীন গিয়াস ঢাকা টাইমসকে জানান, আমি ১৯৮৮ সালের দিকে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত হই। ১৯৯০-১৯৯১ সালের দিকে দেবীদ্বার এসএ সরকারি কলেজ ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। পরে দীর্ঘদিন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ২০১৬ থেকে ২০২২ সালে দেবীদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার আমাকে দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। আগামীর আন্দোলন-সংগ্রামে দলের ক্ষুদ্র একজন কর্মী হয়ে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকব।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এসএ)