সাতক্ষীরায় প্রাইভেটকারের ধাক্কায় কাঠমিস্ত্রির মৃত্যু

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২২, ১২:২৮ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২, ১৪:১৬

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরায় প্রাইভেটকারের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৭) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের বাইপাস সড়কের মৌবন সংলগ্ন এলাকায় এ ঘটনায় ঘটে।
 
নিহত সাইফুল জেলা সদরের বকচরা পূর্বপাড়া গ্রামের লোকমান সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইফুল ইসলাম সড়কের পাশে দাঁড়িয়ে গফফার নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল। এসময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো ২৩৭২১৯) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আব্দুল কাইয়ুম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি জব্দ করেছে। চালককেও আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসএম)