চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির কারাদণ্ড
প্রকাশ | ০৫ অক্টোবর ২০২২, ১৩:৩৯ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২, ১৪:৪৪

চুয়াডাঙ্গায় জিয়ারুল হক (৩৪) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত জিয়ারুল হক শম্ভুনগর গ্রামের স্কুলপাড়ার তোয়াক্কেল মন্ডলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জিয়ারুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৪২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিয়ারুল হককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩শ' টাকা জরিমানা করেন।
সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/৫অক্টোবর/এসএ)