পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে ভয়ে প্রধান নির্বাচক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ১৯:০৭

ইংল্যান্ডের সঙ্গে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-৩ ব্যবধানে হেরেছে পাকিস্তান। শেষ দুই ম্যাচে তো মঈন আলীদের কাছে পাত্তাই পায়নি বাবর আজমরা। খুবই বড় ব্যবধানে এবং বাজেভাবে তারা হেরে যায় এই দুই ম্যাচ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব বিভাগেই রাখেন দুর্বলতার ছাপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলের এমন পারফরমেন্স ভাবিয়ে তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে। বাবর-রেজওয়ানদের নিয়ে রীতিমতো ভয়ে আছেন তিনি।

পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, ‘আমাদের খেলার ধরনটা দেখুন। ইংল্যান্ড আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অনেক দলই আমাদের থেকে ব্যাটিংয়ে এগিয়ে রয়েছে। বিশ্বকাপে ভালো কিছু পেতে হলে আমাদের খেলার ধরনটা বদলাতে হবে।’

ব্যাটিংয়ে কোথায় ভুল হচ্ছে, সে বিষয়েও মুখ খুলেছেন ওয়াসিম। তিনি বলেন, ‘কোনো দল তখনই বড় রান করে, যখন টপ অর্ডার ও মিডল অর্ডারের মধ্যে বোঝাপড়া ভালো থাকে। আমাদের সেটা হচ্ছে না। আমরা তখনই সফল হয়েছি, যখন আমাদের টপ অর্ডার ভালো খেলেছে।’

ওয়াসিম মনে করিয়ে দেন, ‘বাবর আজম, রিজওয়ান বা ফখর জামান ভালো খেলতে না পারলে আমরা জিততে পারিনি। এটা বদলাতে হবে। বাবর-রিজওয়ানদেরও মিডল অর্ডারের উপর ভরসা দেখাতে হবে। তাদেরকে গুরুত্ব দিতে হবে। সে জন্য টপ ওর্ডারদের হাত খুলে খেলতে হবে ওদের। উইকেট কামড়ে পড়ে থাকলে হবে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনে তিনি মিডল অর্ডারের উপর বেশি নজর দিয়েছেন বলে জানান ওয়াসিম। বলেন, ‘আমি দল নির্বাচনের সময় লক্ষ্য রেখেছি যাতে মিডল অর্ডার ও নীচের দিকের ব্যাটাররাও রান করতে পারে। সে কারণে আসিফ আলি, খুশদিল শাহ, ইফতিকার আহমেদকে রাখা হয়েছে। ওরা প্রত্যেকে বড় শট খেলতে পারে। তবে ওদের আরও ধারাবাহিক হতে হবে।’

এর আগে পাকিস্তান দল নিয়ে নিজের শঙ্কার কথা জানান সাবেক স্পিড স্টার সোয়েব আখতারও। আসন্ন বিশ্বকাপের প্রথমপর্ব থেকেই বাবর আজমরা বাদ পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এমন করেন সোয়েব আখতার।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এজে)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

সেমি ফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :