সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী: খাদ্যমন্ত্রী

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২২, ১৯:১৭

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

 

বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন।

 

এ সময় মন্ত্রী পূজা কমিটি এবং পূজায় আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও পূজার সার্বিক খোঁজ খবর নেন।

 

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। 

 

তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করছে।

 

এ সময় হাজিনগর মন্দির কমিটির সভাপতি বিভূতি ভূষণ, জীবন মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে মন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।

 

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এআর)