বাংলাদেশে মেডিকেল গ্যাসলাইন সরঞ্জাম তৈরিতে বিনিয়োগ করতে চায় তুর্কি প্রতিষ্ঠান মেগাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ২৩:১৪ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ২৩:০৩

বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেমে উন্নত প্রযুক্তির সরঞ্জামাদি ব্যবহার, সব সরঞ্জামাদির কারখানা বাংলাদেশে স্থাপন সম্ভাবনা এবং নকশা প্রণয়নের বিষয়ে রাজধানীতে এক মতবিনিময় সভা হয়েছে । ‘মেগাসান বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে বুধবার সন্ধ্যা ৬ টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ সভা হয়।

তুরস্কের বিখ্যাত মেডিকেল গ্যাস পাইপলাইন সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেগাসানের চেয়ারম্যান আরিফ চিলেকটিন জানান, মেগাসান বাংলাদেশ সেন্ট্রাল অক্সিজেন দ্রব্যাদি সরঞ্জামাদির কারখানা স্থাপন করে বাংলাদেশে মেডিকেল প্রযুক্তির ক্ষেত্রে স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা দিতে চায়।

সভায় আরও ছিলেন তুরস্কের বিখ্যাত প্রতিষ্ঠান মেগাসানের বোর্ড অফ মেম্বার ইউনুস চিলেকটিন।

সভাপতিত্ব করেন মেগাসান বাংলাদেশ ও নেপালের সি.ই.ও প্রকৌশলী মো. নাজমুল হাসান। সঞ্চালক ছিলেন মেগাসান বাংলাদেশের জেনারেল ম্যানেজার মো. ওয়াহিদুল হাসান।

(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/পিআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :