চট্টগ্রামে কিশোরীকে অপহরণ, তিনজনকে গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২, ০৯:৫৬

চট্টগ্রামের হাটহাজারীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার পতেঙ্গার নাজিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, মো. মোদাসসির, তার বাবা রেজাউল করিম ও মা সাবিহা সুলতানা।

বুধবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অপহৃত ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। আসামি মো. মোদাসসির বিভিন্ন সময়ে তাকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিতেন এবং বিরক্ত করতেন। গত ১৯ সেপ্টেম্বর রাত ৯টায় ওই ছাত্রী ঘর থেকে বের হয়ে উঠানে গেলে মোদাসসির দুই-তিন জনের সহযোগিতায় কিশোরীকে অপহরণ করে নিয়ে যান।

পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা মোদাসসির ও অজ্ঞাতনামা আরও দুই-তিন জনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, পরে র‌্যাব অপহরণের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পতেঙ্গার নাজিরপাড়া এলাকার একটি বাসা থেকে মো. মোদাসসিরসহ তিনজনকে গ্রেপ্তার করে। এসময় অপহৃত ভিকটিম কিশোরীকেও উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোদাসসির ও তার বাবা-মা স্বীকার করেছেন গত ১৯ সেপ্টেম্বর ভিকটিমকে তারা অপহরণ করেছেন। গ্রেপ্তার এড়াতে কক্সবাজারের পেকুয়া এবং পরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন তারা।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :