রওশন এরশাদের ডাকা সম্মেলনে নেতাকর্মীরা সকলেই থাকবেন: গোলাম মসীহ্

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৪:৩৫ | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২, ১৩:৫৭

জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও সংসদ সদস্যরা রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং রওশনের ডাকা সম্মেলনে সকলেই থাকবেন বলে জানিয়েছেন দশম জাতীয় সম্মেলনের সদস্য সচিব গোলাম মসীহ্। বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ফার্স হোটেলে জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

সাংবাদিক সম্মেলনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ভিডিও বার্তা প্রচার করা হয়।

ভিডিও বার্তায় রওশন এরশাদ বলেন, ‘পায়ে সমস্যার ফলে ফিজিওথেরাপি নিচ্ছি তবে খুব শিগগিরই দেশে ফিরব। পার্টি ঠিকমতো পরিচালিত হচ্ছে না। আমার সঙ্গে সবার যোগাযোগ রয়েছে। তারা আমাকে দল সংগঠিত করার পরামর্শ দিয়েছেন। গত কাউন্সিলে গঠনতন্ত্র বদলানো হয়েছে। পার্টিকে সংগঠিত করতে হবে, নতুন প্রজন্মকে জাতীয় পার্টিতে আনতে হবে। যারা নিষ্ক্রিয় তাদেরকে সক্রিয় করতে হবে। আমরা যদি সকলেই মিলে পার্টির জন্য কাজ করতে পারি, তাহলে আগামীতে অনেক ভালো করব আমরা।’

সারাবিশ্বে ইভিএম চলছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘আমরা ফাইভজি ব্যবহার করছি, তাহলে ইভিএম নয় কেন? যারা নির্বাচনে হেরে যায় তারা বলে নির্বাচনে কারচুপি হয়েছে। যারা বিজয়ী হয় তারা বলে সুষ্ঠু হয়েছে।’

আগামী নির্বাচনের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে দশম জাতীয় সম্মেলনের সদস্য সচিব গোলাম মসীহ্ লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মাঠের আন্দোলন সংগ্রামে গণমাধ্যম যোদ্ধারা, দেশবাসীর চাওয়া-পাওয়া পূরণের লক্ষ্যে বেগম রওশন এরশাদের অভিভাবকত্বে নতুন পুরাতন, অবহেলিত, অব্যাহতিপ্রাপ্ত, বহিষ্কৃত, নিষ্ক্রিয় ও অন্য দলে চলে যাওয়া সব নেতাকর্মীকে এক মঞ্চে একত্রিত করে জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে ডাকা হয়েছে দশম জাতীয় সম্মেলন।’

তিনি বলেন, ‘যারা নামে বেনামে বিভিন্ন আইডি ব্যবহার করে নোংরা উপস্থাপনা বা স্ট্যাটাস অথবা মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেকে আমাদের সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, স্নেহ ভালোবাসার মানুষ। তাই বলছি, নিরপরাধ যে শিশুটি চারটি বছর জেল খেটেছে, যার এই দলটির জন্য শিশু জীবনের প্রথম চারটি শিক্ষাবর্ষ নষ্ট হয়েছে, যে শিশুটির জন্য জেলে প্রয়োজনীয় দুধ সরবরাহ করা হয়নি, যাকে সঠিকভাবে একবেলার খাবার দেয়া হতো না, সেই পুত্র সাদ এরশাদকে নিয়ে কথা বলার আগে একবার নিজের চেহারাটা আয়নায় ভালো করে দেখুন, দলে আপনার কী অবদান আছে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক দেলোয়ার খান, এসএমএম আলম, কাজী মামুনুর রশীদ, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি এমএ গোফরান প্রমুখ।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের

বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে: ওবায়দুল কাদের

প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে: রিজভী

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :