জোড়া ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১২৯ রান

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২২, ১৫:০৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

নারী এশিয়া কাপে দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার মুর্শিদা খাতুন ও দলনেতা নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২৯ রানের পুঁজি পেল স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। ফলে জিততে হলে মালয়েশিয়ার মেয়েদের করতে হবে ১৩০ রান।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসরা। শূন্যরানে আউট হন ওপেনার শামীমা সুলতানা ও ১০ রান করে সাজঘরের পথ ধরেন দ্বিতীয় উইকেটে খেলতে নামা ফারজানা হক পিংকি।

এরপর তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত খেলতে থাকেন মুর্শিদা ও জ্যোতি। এ সময় দুজন মিলে গড়েন ৮৭ রানের জুটিতে। এই দুই ব্যাটারই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। মাত্র ৩৪ বলে চারটি চার ও একটি ছয়ের মারে ৫৩ রান করেন জ্যোতির। অন্যদিকে রানআউট হওয়ার আগে ৫৪ বলে ৫৬ রান করেন মুর্শিদা। পরে ৫ রানে ফেরেন ফাহিমা। আর ২ রানে রিতুমনি ও ১ রানে রুমানা অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এমএম)