ত্রিদেশীয় সিরিজে শুক্রবার মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২, ২০:২২

ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন জাতির টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধন হচ্ছে আগামীকাল। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসান বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

এশিয়া কাপে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। গ্রুপপর্বের দুই ম্যাচে যথাক্রমে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে বাদ পড়েছে আগে-ভাগেই। সামনে বিশ্বকাপ হওয়ায় দলের এমন পারফরম্যান্সে হতাশ সবাই। তাই বিশ্বকাপের আগে নিজেদের ঝাঁলিয়ে নিতে উঠে-পড়ে লেগেছে বাংলাদেশ।

সেই লক্ষ্যে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে হারতেই বসেছিলো দল, জিতেছে শেষ ওভারে। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে স্বাগতিকদের হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ।

আরব আমিরাত ছিল তুলনামূলক কম শক্তিশালী দল। তাই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো বড় দলগুলোর সঙ্গে ত্রিদেশীয় সিরিজের অংশ নিচ্ছে সাকিব আল হাসান বাহিনী। গ্রুপপর্বে প্রতিটি দল সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শীর্ষ দুই দল পাবে ফাইনালে খেলার সুযোগ।

শক্তিমত্ত্বার বিচারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের বর্তমান অবস্থান চার নম্বরে। শীর্ষ তিন দল ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পরেই তাদের অবস্থান। সেখানে ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে টাইগাররা।

আবার এখন পর্যন্ত পরস্পরের মোকাবিলাতেও অনেকটা এগিয়ে রয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি মোট ১৫ বার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে ১৩বারই জিতেছে বাবর আজমের পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র দুটি ম্যাচে। তবে আশার বাণী হলো, নিজেদের শেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান হারলেও আরব আমিরাতের বিপক্ষে জিতেছে বাংরাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, সাকিব আল হাসান(অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :