১৬৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২২, ০৯:৪২ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২, ০৯:৪৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান তুলেছে পাকিস্তান। ফলে জিততে হলে বাংলাদেশকে তুলতে হবে ১৬৮ রান।

ম্যাচের শুরুতে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা নুরুল হাসান সোহান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় পাকিস্তানের। ওপেনিং জুটিতে আসে ৫২ রান। ২৫ বলে ২০ রানে মেহেদি হাসান মিরাজের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ তুলে দেন বাবর।

দ্বিতীয় উইকেট জুটিতে শান মাসুদকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাট করতে থাকেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এ সময় দুজন মিলে তুলেন ৪৪ রান। নাসুম আহমেদের করা বলে ব্যক্তিগত ৩১ রানে আউট হয়ে সাজঘরের পথ ধরেন শান মাসুদ।

এরপর একে একে আরও চার ব্যাটার ব্যাট করতে নামলেও সুবিধা করতে পারেননি কেউই। ৬ রানে হায়দার আলি, ১৩ রানে ইফতেখার আহমেদ ও ৪ রানে আউট হন আসিফ আলি। এদিকে ওপেনিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ রিজওয়ান ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর অপরাজিত থাকেন ৭৮ রানে। মাত্র ৫০ বলে খেলা তার ইনিংসটি সাতটি চার ও একটি চারে সাজানো।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন তাসকিন আহমেদ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এমএম)