নগরকান্দা পৌরসভায় সড়কের পাশে ময়লার স্তূপ: মানুষের দুর্ভোগ চরমে

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২২, ১১:২৮

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার একটি সড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লা-আবর্জনার স্তূপ। প্রতিদিন পৌরসভার যত ময়লা-আবর্জনা সব এখানে ফেলা হয়। এসব ময়লার দুর্গন্ধে নাক চেপে ধরে চলতে হয় পথচারীদের।  

সরেজমিনে দেখা যায়, পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় নগরকান্দা-জয়বাংলা সড়কের পাশে ময়লা ফেলানোয় ওখানকার পরিবেশ নোংরা হয়ে আছে। জানা গেছে, নগরকান্দা উপজেলা সদরের সঙ্গে পার্শ্ববর্তী গোপালগঞ্জসহ দক্ষিণের জেলাগুলোতে যোগাযোগের প্রধান সড়ক এটি। সড়কটি দিয়ে সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় যেতে হয়। তাছাড়া সড়কের পাশেই রয়েছে বাসস্ট্যান্ড, পেঁয়াজ হাট ও দোকানপাটসহ অসংখ্য বাসতবাড়ি। ময়লার ওই স্তূপের গন্ধ নাকে নিয়ে প্রতিদিন এসব গন্তব্যে যাতায়াত করছে শতশত শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

নগরকান্দা বাজারের ব্যবসায়ী ফয়সাল হোসেন জানান, এই পৌরসভায় ৩০ হাজার লোকের বসবাস করে। গত তিন বছর ধরে প্রতিদিন সকালে পিকআপে করে ওই সড়কের পাশে বর্জ্য ফেলে যায় পৌরসভার পরিছন্নতাকর্মীরা। সড়কের পাশে খোলা জায়গায় এভাবে আবর্জনা ফেলার কারনে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে যাতায়াতে অনেক কষ্ট হয়।

আরেক ব্যবসায়ী লুতফর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা মেয়রের কাছে গেলে, তিনি আমাদের জানান আগামী ১০-১৫ দিনের মধ্যেই ময়লা ফেলার জায়গা ওখান থেকে সরানো হবে। কিন্তু পরে তিনি আর কোনো উদ্যোগ নেয়নি।

বেলায়েত হোসেন লিটন নামে আরেক ব্যক্তি বলেন, ওই সড়কে গেলে দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। নাকে-মুখে কাপড় দিয়ে যেতে হয়।

সরকারি নগরকান্দা কলেজের শিক্ষার্থী মো. লিমন বলেন, প্রায় তিন বছর ধরে এই সড়কে ময়লা-আবর্জনা ফেলানো হচ্ছে। পৌর কর্তৃপক্ষ অন্য জায়গায় ময়লা ফেলার উদ্যোগ না নিয়ে আগুন দিয়ে ময়লা পুড়িয়ে ফেলছে। এতে করে আরও পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি দুর্ভোগও বাড়ছে।

নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, আমরা খুব অল্প সময়ের মধ্যেই ময়লা ফেলানোর জায়গাটি পরিবর্তন করা হবে। তাহলে আর এই সমস্যাটি থাকবে না।

 

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এআর/এসএ)