অনলাইন ব্যবসায় সফল তরুণ উদ্যোক্তা কেশবপুরের বনশ্রী মিত্র

কেশবপুর (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ১৬:২৬

যশোরের কেশপুরের অনলাইন ‘হ্যান্ডমেইড’ জুয়েলারি ব্যবসায় সফল তরুণ উদ্যোক্তা বনশ্রী মিত্র। উপজেলার সদর ইউনিয়নে বালিয়াডাঙ্গা গ্রামে তার বাড়ি।

সরকারি ব্রজলাল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বনশ্রী মিত্র। করোনার সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাত্র ৩ বছরের মধ্যে এই তরুণী পড়ালেখার পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে হয়েছেন তরুণ উদ্যোক্তা। বেড়েছে তার কাজের পরিধি, এখান থেকে অর্জিত অর্থে চলে তার হাত খরচ।

বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয়ে দুর্গাপূজা উপলক্ষে ছোট্ট একটি স্টল দেন তিনি। কথা হয় তার সাথে, তিনি বলেন যখন আমি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি শিক্ষার্থী ছিলাম- তখন থেকেই এই পেশাকে বেছে নিই। প্রথমে শিখে নিই পড়াশোনার পাশাপাশি স্মার্টফোন দিয়ে কিভাবে অনলাইনে আয় করা যায়। ইউটিউবে সেসব ভিডিও দেখতে দেখতে শিখে নিই ডেভোলপমেন্ট, ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং। কমবেশি আয় হতে লাগল। মাত্র ২১ বছর বয়সে তার এই সাফল্য। সহযোগিতা করেছেন তার সহপাঠীরাও। ময়ূরাক্ষী নামে তার একটি ফেসবুক পেজ রয়েছে।

এক হাজার দুইশত টাকা নিয়ে অনলাইনে ডিজিটাল মার্কেটিং শুরু বনশ্রী মিত্রকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :