ঝিনাইদহ জেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২২, ১৬:৪০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নারিককেলবাড়ীয়া বাজারে সৃজনী এনজিও অফিসে এ ঘটনাটি ঘটে।

নারিকেলবাড়ীয়া বাজারের সৃজনী এনজিও শাখার ম্যানেজার কামাল পারভেজ জানান, অফিসে রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাতনামা ৪/৫ জন এসে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

তিনি আরও জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান হারুন অর রশিদ (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন (চশমা) প্রতীকের প্রার্থী কনক কান্তি দাসের সাথে। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি। এর আগে (চশমা) প্রতীকের লোকজন আনারস প্রতীকের বেশকিছু লোকজনকে মারধর করে আহত করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

এ ব্যাপারে নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের পরিদর্শক এসআই বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সৃজনী অফিসের প্রধান ফটকে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এলএ)