আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলা, আহত ১০

আবরার ফাহাদের তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৩টা ১০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানান আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন। তিনি জানান, হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।
আখতার হোসেন বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরু করার পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আমাদের অন্তত ১০ জন আহত, দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমরা কোনো দলীয় ব্যানারেও এই প্রোগ্রাম করিনি, আমরা প্রোগ্রাম করেছি আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে। আমরা এই ন্যাক্কারজনক হামলায় ধিক্কার জানাই।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা সভাস্থলে থাকা চেয়ার ও মাইক ভাঙচুর করেন। পুড়িয়ে দেওয়া হয় ব্যানার-ফেস্টুনও।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, ‘যারা এখানে এসেছে তারা সবাই বহিরাগত। ঢাবি প্রশাসন ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না। আমরা হামলা করিনি। আয়োজকরা ঢাবি শিক্ষার্থী কি না, জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়।’
হামলার শিকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ঢাকাটাইমসকে বলেন, আমাদের বিক্ষোভ কর্মসূচি বিকাল সাড়ে ৪টায় হওয়ার কথা ছিল। কিন্তু আবরার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজিত স্মরণসভায় ছাত্রলীগের হামলার পর আমরা অনেকে আহত হয়েছি। এ কারণে আমাদের কর্মসূচি আজ আর হচ্ছে না।
হামলার সময় সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
(ঢাকাটাইমস /০৭অক্টোবর/একে/এসকে/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

‘মুসলিমরা আজ রাসূলের ঐক্যবদ্ধতার শিক্ষা থেকে দূরে’

জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত মেয়র আতিক

রাজধানীতে কৃষক লীগের মহাসমাবেশ শনিবার

জন্মদিনে প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বিএসপি চেয়ারম্যানের নেতৃত্বে রাজধানীতে জশনে জুলুস

পর্যটন বিকাশে খাদ্যের নিরাপদতার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি গুরুত্বপূর্ণ: আব্দুল কাইউম সরকার

পুরান ঢাকার আ.লীগ নেতা জাহাঙ্গীর উল-আলম আর নেই

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় জোর দেয়ার তাগিদ

খেলায় দাওয়াত না পেয়ে কিশোর গ্যাং নিয়ে ছাত্রলীগ নেতার হামলার অভিযোগ
