টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২২, ১৮:১৩

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস দুর্ঘনায় নারী-শিশুসহ নিহত ৬ জনের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে দুর্ঘনার দিন রাত পৌনে ১১টার দিকে দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা কার্যালয়ে নিহত পরিবারকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান। 

ইশরাত জাহান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসনের মাধ্যমে নিহতদের দাফনসহ অন্যান্য কাজের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। 

প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতু পূর্বে যাত্রীবাহী একতা পরিবহন নামে একটি বাস টোলপ্লাজা পার হয়ে গোল চত্বরে পৌঁছালে অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়ক বিভাজকে উঠে উত্তরবঙ্গগামী চলন্ত মাইক্রোবাসের উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। আহত হন অসংখ্য যাত্রী। 

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এসএম)