মহানবীর আদর্শ বিচ্যুতির কারণে ধর্মের নামে জঙ্গিবাদ হচ্ছে: দা’ওয়াতে ইসলামী

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২২, ১৯:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মহানবীর আদর্শ বিচ্যুতির কারণে ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন অরাজনৈতিক সংগঠন দা’ওয়াতে ইসলামীর নেতারা। 

বলেন, কঠিন সঙ্কটময় মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে সকল প্রকার অন্যায় অবিচার, জুলুম নির্যাতনের কবর রচনা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাঁর মহান আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ বিশ্বে এত অশান্তি। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করতে হবে। 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার দা’ওয়াতে ইসলামি মুন্সীগঞ্জ জেলা আয়োজিত জশনে জুলুস শেষে মিলাদ মাহফিলে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।

এর আগে মাদরাসাতুল মদিনা পশ্চিম দেওভোগ থেকে জুলুসটি শুরু হয়। এটি সিপাহিপাড়া চৌরাস্তা দিয়ে বাবা আদম শহিদ রহমাতুল্লাহ আলাইহি এর মাজারের সামনে গিয়ে শেষ হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু্ে আলাইহি ওয়া সাল্লামের তাৎপর্য তুলে ধরে 

অনুষ্ঠানে বয়ান করেন দাওয়াত ইসলামীর সদস্য ও শিক্ষা বিভাগ সভাপতি  মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি।

তিনি বলেন, দাওয়াতে ইসলামি আজ সারা বিশ্বের ২০০টি দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নেকির দাওয়াত দিয়ে জঙ্গিবাদ এর বিরুদ্ধে জনমত তৈরি করছে।

জেলা নেতা মুহাম্মদ আয়াত আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ মাঈন উদ্দিন আত্তারি, মুহাম্মদ মনিরুজ্জামান আত্তারি, মাওলানা জামাল উদ্দিন আহমেদ কাদেরি, আওলাদ হোসেন প্রমুখ

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এসএম)